Sir: Hridoy, কালকের পরীক্ষার জন্য কি পড়াশোনা শেষ করেছ?
Hridoy: স্যার, পড়াশোনা করব তো, কিন্তু রাত তো অনেক ছোট!
Sir: রাত ছোট হলে কি হবে? সময়টা কাজে লাগাতে হবে!
Hridoy: স্যার, রাত ছোট মানে ঘুম কম, আর ঘুম কম মানে মাথা কাজ কম!
Sir: (চোখ কপালে) ঘুম কম হলেও পড়াশোনা করতে হবে!
Hridoy: স্যার, পড়াশোনা করলেও তো মন মনেই ঘুমাচ্ছে!
Sir: মন ঘুমালে বই খুললে ঘুম ভাঙে!
Hridoy: স্যার, বই খুললেই চোখ শুকিয়ে যায়, সেটা ভালো না!
Sir: ভালো না হলে কী করবি?
Hridoy: স্যার, আমি তো ভেবেছিলাম কাল সকালে পড়ব!
Sir: সকালে পড়লে সময় কম, আর পরীক্ষা হয় আগে!
Hridoy: স্যার, তাহলে কি আমি বইয়ে চোখ বুলিয়ে ঘুমাবো?
Sir: (হাসি ধরে) ঘুমিয়ে পড়লে কি পরীক্ষায় পাশ করবে?
Hridoy: স্যার, পাশ না হলে তো আপনাকে হাসি দেখাবো!