1 y ·Translate

মন তো না যেনো এক বিশাল গভীর অশান্ত সাগর। সারাক্ষণ ঝড় বইয়েই চলেছে, বড় বড় ঢেউয়ে উত্থাল পাতাল করছে, থামার নাম নেই।
কবে যে এই অশান্ত মনটা আবার শান্ত শীতল হবে!!!! পরিষ্কার ঝলমলে স্বচ্ছ পানি স্থীর হয়ে থাকবে।। আমি যখনই চাইবো চোখ বুজে কল্পনা করবো সেই শীতল পানিতে পা ডুবিয়ে বসে আছি,, ছোট্ট ছোট্ট মাছ পায়ে এসে ঠোকর দিচ্ছে।। কি সুন্দর অনুভূতি তাই না??? সত্যিই সুন্দর, অসাধারণ সুন্দর 💔

image