সর্বোত্তম মানুষ

জনৈক ব্যক্তি বলেছেন: সর্বোত্তম মানুষ সেই, যার মধ্যে পাঁচটি গুণাবলী পাওয়া যায়। যথা :

(১) যে আল্লাহপাকের ইবাদতকারী হয়।

(২) যে মাখলুকের কল্যাণ ও মঙ্গলকামী হয়।

(৩) মানুষ যার অনিষ্টতা থেকে নিরাপদ থাকে।

(৪) অন্যের ধন-সম্পদের প্রতি যার লোভ থাকে না। এবং

(৫) মৃত্যুর জন্য যে সর্বদাই প্রস্তুত থাকে।

[ মূল : ইমাম গাযালী রহঃ ]