1 y ·Translate

পরিবেশ, পরিস্থিতি, সময়,মানুষ এইগুলা বুঝে কথা বলাটা খুব বেশি জরুরী।
নাহলে আপনি আপনার বলা মুখের একটা শব্দ আপনার অনেক কিছু হারিয়ে যাওয়ার জন্য যথেষ্ট।

না বুঝে যেইখানে সেখানে হুট করে বলে ফেলা কথাটা অনেক সম্পর্ক নষ্ট করে দেয়।আপন কেউ হারিয়ে যায় জীবন থেকে,ভুলবোঝাবুঝি হয়।

তাই কথা বলতে কিছু এলিমেন্টস্ চিন্তা করে বলতে হয়।নাহলে আফসোস থেকে যায় সারাজীবন।