কিছু কিছু সম্পর্ক কখনোই শেষ হয় না, শুধু দূরত্ব বাড়ে কথা কমে আসে, কিন্তু অনুভব থেকে যায় আগের মতোই, কেউ কেউ জীবনে এমনভাবে আসে যে চাইলেও তাদের ভুলে যাওয়া যায় না, সময় কেটে যায় মানুষ বদলে যায় কিন্তু মনে কিছু স্মৃতি থেকে যায় যা কোনো দিন মুছে ফেলা যায় না, মাঝেমধ্যে গভীর রাতে চোখ বন্ধ করলে সেই মানুষটার মুখ ভেসে ওঠে, তখন বুঝি কতটা ভালোবাসতাম তাকে, শুধু ভাগ্য আমাদের এক করে রাখতে পারলো না।
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری