ভালোবাসা এখন আর আগের মতো থাকে না মানুষ বদলায়, অনুভূতি ফুরিয়ে যায় এক সময় যে মানুষটা আমার চোখে চোখ রেখে বলেছিল— "সবসময় পাশে থাকবো", সেই মানুষটাই এখন অপরিচিত হয়ে গেছে এখন আর কষ্ট পেলে কাউকে বলি না, শুধু চোখ বন্ধ করে সহ্য করি কারণ আমি বুঝে গেছি— কেউ কারো হয় না, সবাই কেবল নিজেদের মতো করে ভালোবাসা বুঝে নেয়।
喜欢
评论
分享
Yeasmin Jara
删除评论
您确定要删除此评论吗?