তুমি বলেছিলে কখনো ছেড়ে যাবে না, অথচ আজ তুমি আছো না তুমি ছিলে আমার দিনের আলো, রাতের শান্তি আর এখন কেবল স্মৃতি হয়ে রয়ে গেছো প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়ে, চোখ ভিজে আসে কিন্তু এখন আর কান্নার শব্দও শুনে না কেউ সবাই ভাবে আমি ঠিক আছি, হাসি মুখে চলছি অথচ তারা জানে না— ভিতরে প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছি, শুধু তোমার অভাবে।
Beğen
Yorum Yap
Paylaş