৬৯.
قَالُوا۟ ٱدۡعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَنَا مَا لَوۡنُهَاۖ قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَاۥ بَقَرَةٌۭ صَفۡرَآءُ فَاقِعٌۭ لَّوۡنُهَاۦ تَسُرُّ ٱلنَّاظِرِينَ
“তারা বলল, ‘তোমাদের প্রভুকে ডাকো যেন তিনি আমাদের এর রঙ উল্লেখ করেন।’ সে বলল, ‘তিনি বলছেন, এটি একটি হলুদ, উজ্জ্বল রঙের গরু যা দর্শদের আনন্দ দেয়।’”
৭০.
قَالُوا۟ إِنَّكَ لَتَأۡخُذُ عَلَيْنَاۤ إِن كُنتَ مِنَ ٱلصَّـٰدِقِينَ
“তারা বলল, ‘তুমি নিশ্চয়ই আমাদের ওপর এমন দায় চাপাচ্ছো যদি তুমি সত্যিকারের হতে।’”
-- সুরা আল-বাকারা (আয়াত ৬৯-৭০ )
Kao
Komentar
Udio