৭৬.
وَإِذَا لَقُوا۟ ٱلَّذِينَ ءَامَنُوا۟ قَالُوٓا۟ ءَامَنَّا ۖ وَإِذَا خَلَا بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍۢ قَالُوٓا۟ أَتُحَدِّثُونَهُم بِمَا فَتَحَ ٱللَّهُ عَلَيْكُمْ لِيُحَآجُّوكُم بِهِۦ عِندَ رَبِّكُمْ ۚ أَفَلَا تَعْقِلُونَ
তারা যখন মুমিনদের সঙ্গে সাক্ষাৎ করে তখন বলে, ‘আমরা বিশ্বাস এনেছি।’ আর যখন একে অপরের সঙ্গে একান্তে থাকে, তখন বলে, ‘তোমরা কি তাদেরকে বলো, যা আল্লাহ তোমাদেরকে দিয়েছে, যাতে তারা তোমাদের বিরুদ্ধে তা আল্লাহর সামনে দলিল হিসেবে ব্যবহার করতে পারে?’ তবে কি তোমরা বুঝো না?
-- সুরা আল-বাকারা (আয়াত ৭৬ )
Suka
Komentar
Membagikan