একজনের দেহ এমনভাবে পুড়ে গেছে
সেনাবাহিনী তার ইউনিফর্ম দিয়ে ঢেকে রাখছে।
পাইলটের দেহ দেখে বোঝা যাচ্ছে না মাথা আর পা কোন সাইডে!
একটা বাচ্চা কান্না করতে করতে হেঁটে যাচ্ছে, ওর পিছনের সমস্ত কাপড় পুড়ে গেছে!
ভ্যানে করে নিয়ে যাচ্ছে সেনাবাহিনী কতগুলো পুড়ে যাওয়া মানুষ!
আহারে জীবন
আহারে পুড়ে যাওয়া মানুষ। কতগুলো স্বপ্ন বাস্তবায়ন করতে চাওয়া মানুষের মৃত্যু হবে আল্লাহ জানে!
হে আল্লাহ
আপনি সহায় হোন।