1 y ·Translate

যে মেয়েগুলোর জীবনের একটা বড় অংশ হুমায়ূন আহমেদ পড়ে কেটে যাচ্ছে , তাদের জন্য প্রেমে পড়া কঠিন। আলমারি থেকে জীবন পর্যন্ত গোছানো ছেলে এদের জন্য না। এদের দরকার এমন একজন অগোছালো মানুষ যে, মাঝরাতে ঘুম থেকে তুলে বলবে, "চলো আজকে সারারাত বৃষ্টিতে ভিজবো" 🖤