এ থেকে অনেক অনেক শিক্ষা নেয়ার আছে মানুষের। একটা কথা আছে, পৃথিবী খারাপ মানুষের জন্য ধ্বংশ হবে না, ধ্বংশ হবে ভাল মানুষের উদাসীনতায়। সে পাপ করছে, আমি করলাম না, এতেই তো বেচে গেলাম তাই না? সে সমকামী আমি তো না, মরলে নিশ্চিত বেহেশত তাই না? সে ব্যভিচারী আমি তো না, তাই না ? বিষয়টা এরকম ধরলাম আপনি ভাল মানুষ, আপনি নিষ্পাপ মানুষ, জন্ম থেকে কোন পাপ করেন নি। কিন্তু স্রষ্টার গজব এলে তো আপনিও গজবে পরবেন। বিশ্বে এখন করোনায় মহামারী, এতে কি নিষ্পাপ শিশুরা আক্রান্ত হচ্ছে না? মসজিদের হুজুরেরাও আক্রান্ত হচ্ছে, মন্দিরের পুরোহিতও আক্রান্ত হচ্ছে আবার গীর্জার ফাদারও আক্রান্ত হচ্ছে। কেন হচ্ছে বলতে পারেন??? কারণ আমাদের ভালমানুষীই পৃথিবীর সকল বিপর্যয়ের জন্য দায়ী। ইরাক, সিরিয়া, ফিলিস্তিনে, আফগানিস্তানে লক্ষ লক্ষ নিরপরাধ মানুষকে গণহত্যা করা হল আমরা শুধু চেয়ে চেয়ে দেখেছি। জাপানের হিরোসীমা আর নাগাসাকিতে এটম বোম্ব মারা হল হয়ত সেদিন আমেরিকানরা হেসেছিল, যেদিন ইহুদীদের গণহত্যা শুরু হল ভাল মানুষেরা শুধু চেয়ে চেয়ে দেখেছিল। ভেবেছি এটা তো আমাদের দেশে না, তাদের সমস্যা তারাই সমাধান করুক। এটাই আমাদের ভালোমানুষির পরিচয় অথচ জাপানে/জার্মানীতে যারা মারা গেছে তাদের মাঝে কী ভাল মানুষ ছিল না? সবাই কী অপরাধী ছিল? অথচ কুরআনে আল্লাহ বলেছে " তোমরা সৎ কাজের আদেশ কর, অসৎ কাজের নিষেধ কর" আমরা কী করেছি? আইয়ামে জাহিলিয়া যুগেও তো এমন রেকর্ড নেই, আপন মা পরকীয়ায় ধরা পড়ার ফলে গত ১০ বছরে যতগুলো নিজের পেটের সন্তানকে হত্যা করেছে। রাস্তার ডাস্টবিনে পড়ে থাকতে দেখা যায় অপূর্ণ ভ্রুণ।
আমরা দর্শক হয়ে দেখেছি। আপনি নিজেই দেখুন সমাজে কয়টা খারাপ মানুষ আছে?? হাতে গোনা কয়েক টা হবে। সবই তো ভাল মানুষ। কিন্তু সবাই কোন খারাপ কাজ দেখলেই ঘর বন্ধ করে থেকেছি সামান্য কয়টি খারাপ মানুষের ভয়ে। কত আপনারা ঘরে থাকতে পারেন স্রষ্টাও আপনাদের সেই ঘরে থাকারই ব্যবস্থা করে দিয়েছে এই করোনা দিয়ে। ঘরেই থাকুন, ঘরেই মরুন। আপনাকে দিয়ে যদি মানবজাতির কোন কল্যান সাধিত না হয়, স্রষ্টারও আপনার দরকার নাই। চীনের মত নিপীড়কের কাছেই হয়ত আমরা অত্যাচারিত হওয়ার পথে আছি করোনা পরবর্তী সময়ে।
প্রশ্নকর্তার প্রশ্নের প্রসঙ্গে অনেক কথা বললাম, তাই একটি ঘটনা শুধু একটি দিককে কেন্দ্র করেই ঘটে না, লূত আঃ এর সম্প্রদায় হয়ত আমাদের মত এত ভাল মানুষ ছিল না, তারা সীমালংঘন করেছিল, তাদের শাস্তি তারা পেয়েছে। তাদের ভেতরও তো হয়ত ভাল মানুষ ছিল। তাই আমাদের উচিত খারাপ পরিহার করা, যা ভাল সেটা গ্রহণ করা। সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা। "জমিনের বুকে যত আজাব, গজব সবই মানুষের হাতের কামাই
