টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টলস: মিউট্যান্ট মেইহেম | #animation #face #2024face
টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টলস: মিউট্যান্ট মেইহেম | #animation #face #2024face
চারিদিকে হজ্জের সুবাস
আকাশে-বাতাসে তালবিয়ার প্রতিধ্বনি। 🕋
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,
লাব্বাইকা লা-শারীকা লাকা লাব্বাইক
ইন্নাল হামদা ওয়ান্নি’মাতা লাকা ওয়াল মুলুক লা-শারীকা লাক🖤আমার গায়ের রংটা একটু চাপা।
এক কথায় কাল।
যার কারণে কাপড়-চোপড় পছন্দ করার সময় কালারের ব্যাপারটা আমি বিশেষ খেয়াল রাখি।
কারণ যে কোন কালার আমার মত রংয়ের মানুষকে মানায় না।
গত কালকে রাতে, আমি হাজার হাজার মেসেজের মাঝে একটা মেসেজ পেয়েছিলাম যেটা আমার হৃদয় খুব দাগ কেটেছে।
একটা আপু বলছিল। আপু আমার গায়ের রং তো কালো হালকা গোলাপি কালারের গোলামনিলে কেমন ক্যাটক্যাটকেটা লাগবেনা। আমাকে মানাবে না।
বাসার সবাই বলেছে অন্য কালার নিতে।
আমি জাস্ট অবাক হয়ে গেলাম।
অথচ উনার পিংক কালার অনেক বেশি পছন্দ।
শুধুমাত্র মানুষ কালো বলবে সেজন্য সে এখন পিঙ্ক নিতে চাচ্ছে না অন্য কোন কালার নেবে।
এত তাড়াহুড়ার মাঝে আমি তাকে বিস্তারিত কিছু বলতে পারিনি
শুধু এতটুকু বলেছিলাম আপু আপনার বিয়ে আপনার যা ইচ্ছা যা পছন্দ আপনি তাই করবেন।
এই একটা দিন অন্ততপক্ষে নিজের পছন্দ করুন।
আমরা যারা একটু কালো কিংবা শ্যাম বর্ণের।
বিশ্বাস করেন ভূমিষ্ঠ হওয়ার পর থেকে প্রতিটা পদে পদে আমাদেরকে মনে করিয়ে দেয়া হয় যা আমরা কালো।
আমাদের সাথে সব কালার মানাবে না।
হোক সেটা আমাদের পছন্দের কোন রং ।
এসব অপিনিয়ন এখন আমি গায়ে মাখি নাই।
কিন্তু একটা টিনেজার একটা শিশু কিংবা একটা কিশোরী, তার মনে এই সমস্ত কথাগুলো কি পরিমান দাগ কাটে, তা আমি খুব ভালোকরে জানি।
কিছু মানুষ তো এমন ভাবে বলে "" ওর গায়ের রং টা ময়লা""
সিরিয়াসলি!!!
মানুষের গায়ের রং ময়লা হয়।
একটা স্ট্যাটাসে অথবা সামান্য কয়েকটা কথায় আমি আপনাদেরকে এই গভীরতা বুঝাতে পারবো না কিংবা কি পরিমান হৃদয় ক্ষত হয় তা আপনাদেরকে বোঝাতে পারবো না।
ইয়েস আমি কালা। 😏
আর আমি কালা বোলেই আপনি বুঝতে পারেন যে আপনি ফর্সা
আমার গায়ের রংটা একটু চাপা।
এক কথায় কাল।
যার কারণে কাপড়-চোপড় পছন্দ করার সময় কালারের ব্যাপারটা আমি বিশেষ খেয়াল রাখি।
কারণ যে কোন কালার আমার মত রংয়ের মানুষকে মানায় না।
গত কালকে রাতে, আমি হাজার হাজার মেসেজের মাঝে একটা মেসেজ পেয়েছিলাম যেটা আমার হৃদয় খুব দাগ কেটেছে।
একটা আপু বলছিল। আপু আমার গায়ের রং তো কালো হালকা গোলাপি কালারের গোলামনিলে কেমন ক্যাটক্যাটকেটা লাগবেনা। আমাকে মানাবে না।
বাসার সবাই বলেছে অন্য কালার নিতে।
আমি জাস্ট অবাক হয়ে গেলাম।
অথচ উনার পিংক কালার অনেক বেশি পছন্দ।
শুধুমাত্র মানুষ কালো বলবে সেজন্য সে এখন পিঙ্ক নিতে চাচ্ছে না অন্য কোন কালার নেবে।
এত তাড়াহুড়ার মাঝে আমি তাকে বিস্তারিত কিছু বলতে পারিনি
শুধু এতটুকু বলেছিলাম আপু আপনার বিয়ে আপনার যা ইচ্ছা যা পছন্দ আপনি তাই করবেন।
এই একটা দিন অন্ততপক্ষে নিজের পছন্দ করুন।
আমরা যারা একটু কালো কিংবা শ্যাম বর্ণের।
বিশ্বাস করেন ভূমিষ্ঠ হওয়ার পর থেকে প্রতিটা পদে পদে আমাদেরকে মনে করিয়ে দেয়া হয় যা আমরা কালো।
আমাদের সাথে সব কালার মানাবে না।
হোক সেটা আমাদের পছন্দের কোন রং ।
এসব অপিনিয়ন এখন আমি গায়ে মাখি নাই।
কিন্তু একটা টিনেজার একটা শিশু কিংবা একটা কিশোরী, তার মনে এই সমস্ত কথাগুলো কি পরিমান দাগ কাটে, তা আমি খুব ভালোকরে জানি।
কিছু মানুষ তো এমন ভাবে বলে "" ওর গায়ের রং টা ময়লা""
সিরিয়াসলি!!!
মানুষের গায়ের রং ময়লা হয়।
একটা স্ট্যাটাসে অথবা সামান্য কয়েকটা কথায় আমি আপনাদেরকে এই গভীরতা বুঝাতে পারবো না কিংবা কি পরিমান হৃদয় ক্ষত হয় তা আপনাদেরকে বোঝাতে পারবো না।
ইয়েস আমি কালা। 😏
আর আমি কালা বোলেই আপনি বুঝতে পারেন যে আপনি ফর্সা
ইন্টার মিলান সর্বশেষ ইউসিএল জিতেছিল ২০১০ সালে ।
আর্জেন্টাইন ডিফেন্ডার হাভিয়ের জানেত্তির নেতৃত্বে ডিয়েগো
মিলিতো এবং ওয়েসলি স্নেইডারের লক্ষ্যভেদে বায়ার্নকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরেছিল ইন্টার ।
বাংলাদেশ সময় আজ রাত ১ টায় আবারও চ্যাম্পিয়নসলীগ
জয়ের লক্ষ্যে পিএসজির বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ইন্টার
মিলান । ২০১০ সালের ভেন্যু ছিল সান্তিয়াগু বার্নাব্যু । আর এবারের ভেন্যু হল ২০১০ সালের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ এর হোম গ্রাউন্ড আলিয়ান্জ এরেনা । আজকের এই ম্যাচে
কাগজে কলমে সকলে এগিয়ে রাখবে পিএসজিকে । তার
কারণ হল তারা একটি টিম হয়ে খেলেছে । প্রতিটা পজিশন
এর খেলোয়াড়েরা তাদের সেরাটা দিচ্ছে । আর ইন্টারকে
এগিয়ে রাখবে দলের খেলোয়াড়দের অভিজ্ঞতা এবং বয়স । ২০২৩ সালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফাইনালে হারের ভূল থেকে শিক্ষা নিয়ে আজ যদি ইন্টার মিলান পিএসজির বিপক্ষে নিখুঁত একটি ম্যাচ খেলতে পারে তাহলে শিরোপা যাবে সান সিরোতেই । আশা করি লাউতারো মার্টিনেজ
গোলের দেখা পাবেন এবং শিরোপা জয়ের উল্লাস করবেন।
আমার পক্ষ থেকে ইন্টার মিলানের জন্য অগ্রিম শুভকামনা
রইল । AFFGBD
নেপোলির কাছে ইন্টার মিলানের লীগ শিরোপা হারানোর
পেছনে অনেক কারণ আছে । তারমধ্যে উল্যেখযোগ্য হল
বিগম্যাচে জয় না পাওয়া । ইন্টার এই মৌসুমে জুভেন্টাস ,
নেপোলি এবং এসি মিলানের বিপক্ষে কোন জয়ের দেখা
পায়নি । এটা বড় ফ্যাক্ট । আর লাউতারোর ইনজুরিও ভাল
ভুগিয়েছে ইন্টারকে । ইন্টার মিলানের স্কোয়াড ডেপ্ট খুবই
শক্তিশালী এবং অভিজ্ঞ । ইউসিএল ফাইনালে তাই তরুণ
বনাম অভিজ্ঞের দারুণ লড়াই হবে ।গুরুত্বপূর্ণ দুটি শিরোপা হারানোর স্মৃতিকে মুছে দিতে ইউসিএল ফাইনালে আরও
বেশী শক্তিশালী হয়ে মাঠে নামতে লাউতারো মার্টিনেজদের।
AFFGBD
দলের জন্য নিজের সর্বোচ্চটা নিংড়ে দেওয়া লোকটির নাম
এমিলিয়ানো ডিবো মার্টিনেজ । তিন কাঠির নিচে যতক্ষণ
দাড়িয়ে থাকেন মনে হয় প্রতিপক্ষের জন্য যেন চীনের প্রাচির
হয়ে দাড়িয়ে থাকনে । ভিলা পার্কে হয়তো তিনি তার শেষ
ম্যাচটা খেলে ফেললেন । ম্যাচ শেষে এমির চোখের পানি
যার প্রমাণ । আপনি আমাদের লিজেন্ড । আপনি যেখানেই যাননা কেন সর্বদা আমরা আপনার সাথে আছি । AFFGBD