1 y ·Translate

আমার যেন কি একটা হয়েছে বুজি না,, পৃথিবীতে এতো সুন্দর সুন্দর মানুষ কিন্তু আমার কাউকে সুন্দর লাগে না,, এতো মানুষ থাকার পরও কারোর সঙ্গ ভালো লাগে না,,
মাথার ওপরের ঐ নীল আকাশ, না পারি ধরতে, না পারি ছুঁইতে, তারপরেও সেই দূরের আকাশ টাই ভালো লাগে, মানুষ ভালো লাগে না,, বন্য প্রাণী, বনের পাখি, সে তো কখনো পোষ মানে না, তারপরেও সেই পোষ না মানা পাখি পুষতে ভালো লাগে,, তার মন জুগাইতে ভালো লাগে, কিন্তু কোনো মানুষের মন বুজতে ইচ্ছে করে না।
মাটির ওপর নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা গাছ টা কে ভরসা করতে ভালো লাগে, রং বেরং এর ফুল গুলোকে ভালোবাসতে ভালো লাগে, কিন্তু কোনো মানুষকে আর ভালোবাসতে ইচ্ছে করে না।
আসলে দূরের আকাশ কখনো আপনাকে আঘাত দিবে না,, নির্বাক গাছ কখনো কথার আগাতে আপনার মন ভাঙবে না,, বনের পাখি কখনোই চিরতরে ছেড়ে যাবে না,, চাঁদ এর ভালোবাসতে আপনি তার ব্যাক্তিগত স্বার্থ খুঁজে পাবেন না 🌸🤍
কিন্তু একটা মানুষ, সে সহজেই আপনাকে আঘাত দিয়ে শান্তি পাবে, সহজেই তার মুখের ধারালো কথা দিয়ে আপনার হৃদয় খন্ড বিখন্ড করে দিবে,, একমাত্র মানুষ ই নিজের স্বার্থে আপনার কাছে আসবে, 😅💔
স্বার্থপর মানুষ, স্বার্থপর দুনিয়া 💔😓
💙🤍