সুন্দর মৃত্যু লাভে যে দোয়া পড়বেন: আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলাম, ওয়া আসতাগফিরুকা লিমা লা আলাম।
অর্থ : হে আল্লাহ! আমার জানামতে আপনার প্রতি শিরক হয়— এমন ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার আশ্রয় চাই। আর আমার অজান্তে ঘটে যাওয়া শিরকে থেকেও ক্ষমা প্রার্থনা করি। (আল-আদাবুল মুফরাদ, হাদিস : ৭১৬)
