1 y ·Translate

অবসর মানে সময় কাটানো
অবসর মানে সুখের দিন।
এই সুখ, সুখ নহে
বৃদ্ধি পাবে, দুঃখের ঋণ।

অবসরের বেলায় চড়ে
ভাসাবে যখন বেলা,
কতো সুখ, কতো আনন্দ
জীবনে দিবে দোলা।

আবার যখন অকুল পাথারে
পাবে না খুঁজে কুল,
তখন মনে হবে সময়ের কথা
জীবনের যতো ভুল।
আগে এইকথা হয়নি স্মরণ
দিতেই হবে ভুলের মাসুল।

image