1 y ·übersetzen

১। প্রশ্নঃ আমাদের ধর্মের নাম কী?

উত্তর: ইসলাম।

২। প্রশ্ন: ইসলাম অর্থ কী?

উত্তর: শান্তি।

৩। প্রশ্নঃ কে আমাদের সৃষ্টিকর্তা?

উত্তর: আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ্।

৪। প্রশ্ন: আল্লাহ কতজন?

উত্তর: আল্লাহ একজন।

৫। প্রশ্নঃ প্রথম নবি কে?

উত্তর: হজরত আদম (আ)

৬। প্রশ্ন: সর্বশেষ নবি কে?

উত্তর: হজরত মুহাম্মদ (স)

৭। প্রশ্ন: আমাদের ধর্মগ্রন্থের নাম কী?

উত্তর: আল্-কুরআন।

৮। প্রশ্নঃ আল-কুরআন কার বাণী?

উত্তর: আল্লাহর বাণী।

৯। প্রশ্ন: ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি?

উত্তর: পাঁচটি।

১০। প্রশ্নঃ নামাজ কত ওয়াক্ত?

উত্তর: পাঁচ ওয়াক্ত।

১১। প্রশ্ন: ঈমান অর্থ কী?

উত্তর: বিশ্বাস।

১২। প্রশ্ন: আখিরাত অর্থ কী?

উত্তর: পরকাল।

১৩। প্রশ্ন: জান্নাত অর্থ কী?

উত্তর: বেহেস্ত।

১৪। প্রশ্ন: জাহান্নাম অর্থ কী?

উত্তর: দোজখ।

১৫। প্রশ্ন: মিথ্যা বলা কী?

উত্তর: মহাপাপ।

১৬। প্রশ্ন: এক মুসলমান অপর মুসলমানকে দেখলে কী বলতে হয়?

উত্তর: আস্সালামু আলাইকুম।