1 y ·Translate

অস্থিরতার এই শহর ছেড়ে
পারি জানাবো বহু দুরের ওই অজানা শহরে
আবারও নতুন স্বপ্ন হবে
বুনবো আমি নিজের করে
চাইনা হতে অবেলায় ঘরে ফেড়া পাখি হতে
হ্মনিকেই সে যাবে যরে
বাঁচবো আমি নীল আকাশ হয়ে
নতুন নতুন স্বপ্ন নিয়ে
শিশির ভেজা সকাল হয়ে
ছড়িয়ে রবো পৃথিবী জুড়ে

লিখিকা: সাদিয়া ✍️