মানুষ বোকা যে নিজের দোষ নিতেও পারে না।
অন্যের ওপর দিয়ে দেই, আর কর্মের দোষ দেই ভাগ্য কে,
নিজের ভূলটা কোনো দিনও খালি চোখে দেখতে পাই না।
আপনি বার বার ভূলে যান সব থেকে সস্তা কাপড় পচে যাওয়ার আগে আপনার দেহটাও পঁচে যেতে পারে।
তারপর ও কেনো এতো অহংকারী এতো দম্ভ বলুন?
আপনার রুপের অহংকার টাকার অহংকার কি আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে?
পারবে না তো কত রাজামহা রাজার সিংহাসন সব রেখে মৃত্যুর পথযাত্রী হয়েছে আপনি কি তা জানেন না
আমাদের মানবজাতির স্বভাব আপনি ৩৬৪ দিন উপকার করবেন শুধু একটা দিন উপকার করবেন না দেখবেন এই ৩৬৪ দিনের কথা সে একবার ও বলবে না শুধু বলবে।আপনি একটা দিনই তাকে উপকার করলেন না