কেন আমায় ভালোবাসলে না? 😅 তুমি আমায় ভালোবাসলে আমার জীবন টা অন্য রকম কাটতো,কেন ভালোবাসলে না?
মনে পড়ে তোমার আমার সম্পর্কের শুরুর দিকটা। তুমি কত করেই না আমায় চেয়েছিলে, মনে কি পড়ে তোমার?
অক্টোবর ২৯ তারিখ ২০২৩ বিকেল ৫ টা। সেদিন Wrong number এ কল যায় তোমার কাছে কোনো ভাবেই! আমি বুঝতে পারি নি আমি wrong number এ কল দিয়েছি। একসময় বুঝতে পারলাম Wrong number! তারপর আমি এপাশ থেকে কলটা কেটে দিলাম। তুমি আবার আমাকে কল দিলে, দিয়ে আমার পরিচয় জানতে চাইলে। আমি তোমাকে ভুল পরিচয় দিয়েছিলাম।তুমি কোনো ভাবে বুঝতে পারলে আমি মিথ্যা বলছি। তারপর আমি কলটা কেটে দিলাম। তুমি আবার কল দিলে ঠিক ৫ টা ৪০ মিনিটে! তারপর তুমি আমার থেকে পরিচয় জানতে পারো! আমরা দুজনই একই কলেজে পড়ি এটা জানতাম না কেউই! তুমি আমার এক ব্যাচ সিনিয়র। ভাইয়া বলেই কথা বললাম তোমার সাথে। তুমি অনেক কথা বলতেছিলে, অনেক শান্ত হয়েই কথা বলেছিলে! সেদিন তুমি আমাকে বারবার কল দিচ্ছিলে! এক পর্যায়ে তুমি আমার ফেসবুক আইডি চেয়েছিলে, আমি খানিক পর দিলাম! তারপর সেদিন রাত ৭টা থেকে শুরু করে ভোর ৫টা পর্যন্ত আমাদের কথা হয়। ভোর ৩ টার দিকে তুমি আমায় প্রোপোজ করে বসো! আমি এটা সহজে মানতে পারি নি। আমি তোমাকে Indirectly 'না' বলে দেই। তুমি অনেক আমাকে বুঝিয়েছিলে, বাস্তবতা নিয়ে কথা বলতেছিলে, অনেক আগ্রহ দেখিয়েছিলে আমার প্রতি। আমি তোমাকে বলেছিলাম আমি Broken! আমি আর কাউকে বিশ্বাস করতে পারবে না। আমি যে ঠকে গেছি। তুমি আমায় ছেড়ে যাবে না এটা অনেক করে বুঝিয়েছিলে,তোমার কথা শুনে তোমাকে ভালো মনে হয়েছিলো!
তারপর ১দিন পর আমরা দেখা করি! প্রথম দেখাতেই তোমার সাথে চা আড্ডা হয়ে যায়! তারপর তুমি আমায় আমায় ম্যাচের সামনে আমায় পৌছে দেও! এই কয়দিন আমি তোমার প্রতি তেমন আগ্রহ দেখাই নি! কিন্তু তুমি সবসময় আমার খোঁজ খবর নিতে,সারাদিন কথা বলতে চাইতে! আমি এতো সহজে তোমার প্রতি বিশ্বাস স্থাপন করি নি। কারন আমি জানি, আমি খুব করে যেই জিনিস টা চাইবো, সেটা আমার হবে না 😅
নভেম্বর ৫ তারিখ আমরা দ্বিতীয় বার দেখা করি। সেদিন তুৃমি আমারে বারবার বলেছিলে, "কখনো আমায় ছেড়ে যাবে না বলো? " আমি বলেছিলাম, আমি ছেড়ে যাওয়ার মতো মেয়ে না!💝 তুমি আমার হাতে হাত রেখে প্রমিজ করলে তুমি আমি কখনো আলাদা হবো না, তুমি আমায় কখনো ছেড়ে যাবে না 💝 আমি তোমায় বিশ্বাস করা শুরু করলাম,, নিজের থেকে বেশি তোমায় ভালোবাসলাম! রিলেশনের প্রথম১ মাস তুমি আমায় অনেক ভালোবেসেছিলে! তোমার ভালোবাসা দেখে মনে হয়েছিল তুমি কখনো আমায় ছেড়ে যেতেই পারো না 😊তারপর আমি তোমাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করি। তুমি কোনো ভাবে বুঝতে পারো তুমি ছাড়া আমি কিছু বুঝি না, তোমাকে ছাড়া থাকতে পারবো না। ঠিক এসময় থেকেই তুমি আমার সাথে সামান্য বিষয় নিয়েই ঝগড়া শুরু করো। আমি তোমায় মানিয়ে নিতাম। তুমি যে রাগি এটা আমি মানি! এভাবে কিছুদিন পরপর আমাদের ঝামেলা হলে তুমি তুচ্ছতাচ্ছিল্য করো আর আমি সব ঠিক করে নেই! হ্যাঁ এটাও মানি তুমি আমায় অনেক ভালোবেসেছিলে, এইজন্য আমায় সন্দেহ করতে, তোমার কথা না শুনলে রাগ করে থাকতে। আমি মেয়ে টা বেশি কথা বলি, কথার স্পিড স্লো করি না এটা আমার ছিলো প্রব্লেম! যাই হোক এভাবেই আমাদের রিলেশন চলতে থাকে!
আমাদের রিলেশনের ৫ মাস! তোমাকে আমি আরো বেশি ভালোবেসে ফেলি! কিন্তু তুৃৃৃমি আমাকে আর আগের মতো ভালোবাসো না! আমার প্রতি তুমি সবসময় রেগে রেগে কথা বলো মানতে পারি না! এদিক আমি তোমায় বুঝিয়েই যাচ্ছি আমি থাকতে পারবো না তুমি ছাড়া! বুঝাতে বুঝাতে আজ রিলেশনের ৮ মাস হয়ে গেল! তুমি কেমন যেন হয়ে যাও। মাঝে মাঝে মনে হয় তুমি আমায় অনেক ভালোবাসো! মাঝে মাঝে বুঝিয়ে দেও আমি তোমার কাছে কিছুই না!
অনেক ভালোবাসি যে তোমায়! থাকতে পারি না তুমি ছাড়া! তুমি আমায় কল দেও না ম্যাসেজ দেও না, আমার খোঁজ নেও না 😅 আমি যেন জীবন্ত লাশ হয়ে আছি। তুমি কেন আমায় আর আগের মতো ভালোবাসো না! মনে কি পড়ে না আমাদের স্মৃতি গুলো! মনে কি পড়ে না তোমার আমার করা ঝগড়া গুলো!
তুমি না আমার হাতে হাত রেখে প্রমিজ দিয়েছিলে কখনো ছেড়ে যাবে না! তবে আজ তুমি এমন কেন? আমায় কেন ভালোবাসলে না?
এখনো তোমায় ভালোবাসি 😓 সারাদিন তোমার একটা কল বা ম্যাসেজের অপেক্ষায় থাকি 😅একটু বুঝিও অনেক ভালোবাসি
~ ইতি, তোমার ঘাড়ত্যাড়া 💝😊
Abu Hasan Bappi
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?
Mass moon Islam
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?