সাহাবি সালমা রাদিআল্লাহু আনহু বলছেন যখন কোনো বান্দার বিপদ আপদ বালা মসিবত আসে,
তখন বান্দার বিপদ আপদ রোগ শোকের অছিলায় তার গুনাহ ঝড়ে পড়ে মাফ করে দেন এবং তার মর্যাদা বাড়িয়ে দেন।
এবং তখন বান্দা আল্লাহর দিকে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করে।
https://youtube.com/shorts/vCz....Rawn3jy0?si=QqtIVYVj