1 y ·Translate

মৃত্যুর পর শরীরে কি কি ঘটে জানেন?

৩ দিন পর - সব নখ খসে পড়ে।

৪ দিন পর - চুল এবং পশম ঝরে পড়ে।

৫ দিন পর মগজ গলে পানি হয়ে পড়ে।



৬ দিন পর - পেটের ভিতরের সব নাক, কান দিয়ে বেরিয়ে যায়। এবং ৬০ দিন পর থাকে না। হাড্ডি ছাড়া কিছুই অবশি' ||



অথচ এত লোভ এত অহংকার, এত কিছু কার জন্য?

হে মহান আল্লাহ্, আমাদের সবাইকে হেদায়েত দিন। আমিন