1 よ ·翻訳

হযরত আলী (রাঃ) এর

মতো স্বামী পেতে ভাগ্য লাগে, তিনি গরিব ছিলেন। তবে তিনি তাঁর স্ত্রীকে অনেক ভালোবাসতেন, স্ত্রী ঝগড়া করলে তাকে জিতিয়ে দিতেন, রাগ করলে তাকে ভালোবাসার কথা বলতেন গল্প শোনাতেন, মাঝে মাঝে স্ত্রীর প্রশংসা করতেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন, কষ্ট পেলে তাকে বুকে জোরিয়ে রাখতেন, – মাথায় হাত বুলিয়ে দিতেন আর কষ্ট ভাগ করে নিতেন।