1 y ·übersetzen

যারা কাউকে হারিয়ে ডিপ্রেশনে আছেন এই গল্পটা তাদের জন্য:-

একটা পাখি আল্লাহর কাছে বিচার দিচ্ছিল যে, আল্লাহ আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়ে ছিলাম। গি তুফান দিয়ে উরিয়ে দিলে, কেন করলে? তখন আল্ল।২ উত্তরে বললো, তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটা সাপ ঘরে ঢুকেছিল, তোমাকে খাওয়ার জন্য! তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটা উরিয়ে দিলাম। আল্লাহ আমাদের জীবন থেকে কিছু মানুষকে কেড়ে নেয় যেনো তারা আমাদের ক্ষতির কারণ না হয়।