1 y ·übersetzen

যখন তুমি দ্বীনের পথে ফিরে আসবে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যাবে।
বন্ধু-বান্ধব,রঙ তামাশা অনেক কিছু।
দ্বীনের পথে ফিরে আসায় যা কিছু হারাবে বুঝতে হবে এ সব কিছুই ছিলো তোমার জন্য অকল্যাণকর।