1 y ·Translate

এক থেকে নয় পর্যন্ত পড়ুন আল্লাহর নেয়ামতের তথ্য পাবেন।

১"সুবহানাল্লাহ"

জান্নাতে একটি ফল গাছ রোপন করে নিলেন।

২"আলহামদুলিল্লাহ"

হাশরে মিজানের পাল্লাটা একটু ভারী করে দিলেন।

৩"আল্লাহু আকবর"

আল্লাহর নামে আর একটি তাকবীর পেশ করলাম।

৪"লা-ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ"

যার নেকি সাত আসমান ও জমির হইতে উত্তম।


৫"লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ"

জান্নাতে একটি রত্ন কুড়িয়ে পেলাম।

৬"আলিফ লাম মিম"

পেয়ে গেলাম ত্রিশ নেকি।

Dislike

৭"সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আর্থ ~

এবার জান্নাতে একটি খেজুর গাছ রোপন করে নিলেন।

৮"আস্তাগফিরুল্লাহ"

একটি গুনাহ মাফ হলো।

৯. আপনি তো কিছু নেকি অর্জন করলেন।