Easmin  
1 y ·übersetzen

পড়ালেখা করা খুবই আনহেলদি একটা জিনিস। মানুষের পড়াশুনা করা উচিত না। মানুষ সকালের কুয়াশায় ধান রোপন করবে, দুপুরে ভাত ঘুম দিবে, বিকেলে মাঠে ছাগল চরাবে, বর্ষায় নৌকা দিয়ে মাছ ধরতে যাবে। রাত্রিরে উঠোনে গানের আসর বসাবে। অসুখ হইলে মরে যাবে।

বরং কি এক অহেতুক প্রতিযোগিতা!