44 w ·Translate

হাদিস টা পড়ার অনুরোধ রইলো:>

হযরত আলী (রা এর কাছে একজন ব্যক্তি এসে বলতাছে যে, হুজুর আমার নামাজে মন বসে নাহ। নামাজে দাঁড়াইলে শুধু দুনিয়াবি নানান চিন্তা আসে। হুজুর আমার এই নামাজ কি আল্লাহ কবুল করবে। তখন হযরত আলী (রা বলছে নাহ। তোমার নামাজ কবুল হবে না। তখন লোকটা মনে অনেক কষ্ট নিয়ে চলে যাইতাছেন।

এমন সময় রাসূল (সাঃ) এসে হযরত আলী কে জিজ্ঞেস করলেন, ইয়া আলী আপনার কাছে লোকটা কেন এসেছিল! এসে দেখি মন খারাপ করে চলে গেল। কেনো কি হয়েছে আমাকে বলুন। তখন আলী (রা বলেন, তিনি আমার কাছে জানতে আসছে যে নামাজে দুনিয় চিন্তা আসলে কি নামাজ হবে কি নাহ। আমি বলছি নাহ তোমার নামাজ কবুল হবে না। রাসূল (সাঃ) তখন বললেন, ইয়া আলী আপনাকে আমি একটা চাদর উপহার দিতে চাই। তবে একটা শর্ত আছে।

অপূর্ণতার

আলী (রা খুশী হয়ে বললেন, ইয়া রাসুলুল্লাহ কি শর্ত বলুন আমি আপনার সকল শর্ত মেনে নিবো। (বুঝতে তো পারছেন রাসুল (সাঃ) এর চাদর বলে কথা। তখন রাসুলুল্লাহ (সাঃ) বললেন, ইয়া আলী আমিike যদি এই মূহুর্তে দুরাকাত নামাজ একনিষ্ঠভাবে পড়তে পারেন দুনিয়াবি সকল চিন্তা দূর করে তাহলে আমি আপনাকে সেই চাদর টি উপহার দিবো। আলী বললো এটা সাধারণ ব্যপার। আলী তখন নামাজে দাঁি গেলেন আর তিনি নামাজ পড়তে শুরু করলেন! এমন সময় তার মনের মধ্যে শুধু ভাবনা চিন্তা আস্তে শুরু করলো। আচ্ছা আমাকে যে রাসূল (সাঃ) যে চাদরটা দিবেন সেটা কি ফাতিমার চাঁদর না রাসূলের।

আচ্ছা চাদর খানা দেখতে কেমন হবে এই বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে লাগলেন। তিনি ভুলেই গেছেন যে দুনিয়াবি চিন্তা নামাজে আনতে বসল সাঃ নিষেধ করেছেন। এর মধ্যে আলীর নামাজ পড়া শেষ। এখন

রাসূল (সাঃ) কে বলতাছেন ইয়া রাসুলুল্লাহ আমি আপনার শর্ত মেনেছি আদর খানা উপহার দেন।

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

8 hrs ·Translate

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

8 hrs ·Translate

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

8 hrs ·Translate

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।