S Litu  
1 y ·Translate

অন্যায়কারী এবং অন্যায়কে যে প্রশ্রয় দেয় তথা অন্যায় সহ্য করে উভয় সমান অপরাধী। নিজে অন্যায় না করলেই যে তার কর্তব্য ফুরিয়ে যায়। বরং অন্যায়কে প্রতিহত করায় সকলের দায়িত্ব ও কর্তব্য। সমাজকে যারা উত্পীড়ন, ব্যক্তির অধিকারকে যারা হরণ করে মানুষের বহু অভিজ্ঞতা এবং প্রযত্নে রচিত আইন ও শৃঙ্খলাকে যারা বিকৃত করে তারা নিঃসন্দেহে অন্যায়কারী। অন্যায়ের যেমন বহু ক্ষেত্র আছে অপরাধীরাও তেমনি মাত্রার তারতম। এই মাত্রা অনুসারে অন্যায়কারীর অপরাধের পরিমাপ করা হয়। আইনের দৃষ্টিতে অন্যায়কারী অপরাধী দন্ডযোগ্য বলে। কিন্তু অন্যায়কে যারা নিঃশব্দ সহ্য করে তারাও কি পরোক্ষভাবে পাপের প্রশ্রয় দিয়ে সমান অপরাধী নয়?