অবশ্যই তারাও সমান অপরাধী। উধার মনোভাব প্রদর্শন করার জন্য অন্যায়কে ক্ষমা করা বা দোয়া দেখিয়ে অন্যায়কারীকে আশ্রয় দেওয়ার মধ্যে কোন মহত্ব তো নেই ই। বরং তাও অন্যায়কারীর মত সমান অপরাধ। সমাজের মুষ্টিমেই মানুষের মধ্যে যেমন রয়েছে অপরাধের প্রবণতা তেমনি সংখ্যাগরিষ্ঠ মানুষের রয়েছে অন্যায় কে মানিয়ে চলার মানসিকতা। এ মানসিকতায় কতখানি ক্ষমতাশীলতা কতখানি উধার্য কতখানি সহনশক্তি তার পরিমাণ করা দুঃসাধ্য।
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری