বস্তুত দুঃখী ও অবহেলিত মানুষের প্রতি দায়িত্ব পালনের মাধ্যমে তার শ্রেষ্ঠত ও কৃতিত্ব নিহিত। সবার উপরে মানুষ সত্য বলে এই পৃথিবীতে তার দায়িত্ব সবচেয়ে বেশি। মানুষ তার নিরলস শ্রম সাধনায় বিপুল অবদানের মাধ্যমে এ পৃথিবীর কল্যাণ সাধন করে মানব কল্যাণে নিজের জীবন উৎসর্গ করার মধ্য দিয়ে মানুষ তার শ্রেষ্ঠত্বের পরিচয় রেখে যায়। আর তখন এই ঘোষিত হয় সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই।
Gefällt mir
Kommentar
Teilen
Easmin
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?