দেহের সৌন্দর্য অলংকার কিন্তু আত্মার সৌন্দর্য শিষ্টাচার। অলংকার বাইরের সামগ্রী আর শিষ্টাচার অন্তরের। মানুষ যতদিন অরণ্য জারি ছিল ততদিন সে শিষ্টাচার বা সৌজন্যবোধ প্রকাশের প্রয়োজন বোধ করেনি। যখন থেকে মানুষ সমাজবদ্ধ হলো তখন থেকে শিষ্টাচার ও ভদ্রতা বোধের প্রয়োজন অনুভূত হলো। শুধু আমাদের ব্যক্তি জীবনের সৌন্দর্য নয় আমাদের সমাজ জীবনের ও গৌরব জনক আবরণ। শিষ্টাচার এর গুনাই মানুষের সঙ্গে মানুষের যে কোন সম্পর্ক রাখা সম্ভব পর হয়
お気に入り
コメント
シェア