সততায় সর্বোত্তম পন্থা সৎ ব্যক্তিকে সবাই শ্রদ্ধা করে প্রত্যেকেই তাকে বিশ্বাস করে সৎ না হলে কেউ জীবনে উন্নতি করতে পারে না একজন সৎ দোকানে কে তার ক্রেতাগণ খুবই পছন্দ করে সবাই তার দোকানে গিয়ে মালপত্র কিনে তাড়াতাড়ি বিশ্বাস করতে শুরু করে ফলে তার সুনাম বেড়ে যায় এবং ব্যবসায় উন্নতি ঘটে।
এখন রাত এবং সবাই গভীর ঘুমে আমি জানালার ধারে বসে আছি বাগান সুগন্ধি ময় বাতাস উষ্ণ পৃথিবীটাকে আমার কাছে মনে হল স্থির ছবির মত।
যে নিজের দেশকে ভালোবাসে সে দেশ প্রেমিক দেশপ্রেমিকরা তাদের জীবনের চেয়ে বেশি তাদের দেশকে ভালোবাসি এদেশের মঙ্গলের জন্য তারা নিজের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত প্রত্যেকে তাদের সম্মান করে এমনকি মৃত্যুর পরও তারা বেঁচে থাকে মানুষের মাঝে।