শিক্ষার লক্ষ্য হচ্ছে মানুষকে নিজের ও সমাজের উপযোগী রূপে পুরোপুরি সুসজ্জিত করে তোলা। এর উদ্দেশ্য হচ্ছে গোটা মানুষ তার দেহ মন ও আত্মার বিকাশ সাধন। শিশুর মধ্যে যে সহজাত সুপ্ত প্রতিভা রয়েছে তাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া শিক্ষার লক্ষ্য। সত্যিকারের শিক্ষিত ব্যক্তিকে নিজের চাহিদা মিটানোর ক্ষেত্রে আত্মনির্ভরশীল হতে হয়। আত্মনির্ভরশীলতা অর্জনে অন্যকে সহায়তা করা ও তার কর্তব্য। একজন শিক্ষিত মানুষকে-ভদ্র, চিন্তাশীল, সৃজনশীল, দয়ালু ,শ্রদ্ধেয়, সহানুভূতিশীল ও সহযোগিতা সম্পূর্ণ হওয়া উচিত। শিক্ষা যদি আধ্যাত্মিক সৌন্দর্য প্রদান করতে না পারে তবে তার কোন মূল্য নেই।
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری