S Litu  
1 y ·Translate

দিন আসে দিন যায় মাস পেরিয়ে এক সময় বছরও কেটে যায় স্মৃতি বিস্মৃতির দোলায় জীবনেও থেমে থাকে না সুখ দুঃখ কে বয়ে নিয়ে সেও ধেয়ে জলে তার গন্তব্য কোথায় আমরা কেউ জানি না বলেই জীবনের আগামী দিনগুলোর অপেক্ষায় থাকি কিন্তু ফিরে আসা দিনগুলোকে কি ভোলা যায় কখনোই না স্মৃতির পাতায় দাগ কেটে দেয় কিছু কথা কিছু ব্যথা সুখ দুঃখ আনন্দ অথবা কিছু মুহূর্ত অথবা একটি দিন এরকম একটা দিন আমার স্মৃতির পাতায় আজও উজ্জ্বল হয়ে আছে সেটা হলো আমার কলেজ জীবনের প্রথম দিন টি ছিল রবিবার ২৬ শে জুলাই ২০২১ আর মাত্র কয়েক ঘন্টা পরে আমি আমার জীবনের একটি নতুন অভিজ্ঞতার সম্মুখীন করে তুলছিল না