S Litu  
1 y ·Traduire

এক পড়ন্ত বিকেলে রাস্তার পাশ ঘেঁষে আদিপ আর হাসান হেঁটে যাচ্ছে বেশ কিছুদিন হলো দুজন একসাথে কিছু খাওয়া হয় না অথচ এক সময় একজনকে রেখে অন্যজন কোন কিছু খাওয়া চিন্তাও করত না যাই থাক লুকোচুরি করেও কেউ কারো কাছ থেকে নিস্তার পেতো না খাওয়া-দাওয়ার কথা শুনলে বা ইঙ্গিত পেলেই হল সেদিন আর কিছু ছাড়াছাড়ি নেই