S Litu  
1 y ·перевести

অথচ আজ উভয়ই ফ্যামিলি আছে জব আছে টাকা আছে নেই শুধু সেই দিনগুলো দুজনেই হয়তো ভাবছে এসব কিন্তু কেউ কিছু বলছে না মানুষ বড় হলে অনুভূতি আড়াল করে রাখার এক মারাত্মক প্রবণতা দেখা যায় বাল্যকালটা অবশ্য এর একদম বিপরীত সেখানে যে কেউ অকপটে তার মনের কথাগুলো গড়গড় করে বলে দেয় কোন রাগ নেই সেখানে কুটিলতার বালাই থেকে মুক্তি সেই সময়টা