S Litu  
1 Y ·ترجمه کردن

রুটি বেলার বেলুন খুন্তি ঝাড়ু হ্যাংকার চামচ এসব দিয়ে মায়ের শাসন পাওয়া আমাদের সেই বাল্যকাল ছিল প্রকৃত মানুষ গড়ার ভীত সত্য করে বলছি মায়ের সেই বৈচিত্র শাসন না পেলে আমাদের বাল্যকালটা নষ্ট স্মৃতিতে তলিয়ে যেত আজকের মত গর্বের হতো না আর আমরাও আজকের এই আমরা হতাম না দেশের চেয়ে বেশি করে দেব