আসলে এ পৃথিবীতে কেউ ভালো নেই। আকাশ ভালো নেই,তার মেঘ আছে। চোখ ভালো নেই,তার কান্না আছে। হৃদয় ভালো নেই,তার ক্ষ'ত আছে। আমি ভালো নেই, তুমি নেই বলে।
কেউ যখন আমাদের বলে,"কেমন আছিস কি? কি অবস্থা?"উত্তরে বলি, "ভালো আছি"। আসলে আমরা কেন ভালো নেই, তার কারণ কাউকে বলতে চাই না। তাই মিথ্যেই বলি,আমি ভালো আছি!
Suka
Komentar
Membagikan