দিনশেষে তুমি যদি একজন মুমিন হও তবে এই বিশ্বাস রাখো যে বিশ্বাসই তোমার জন্য সবকিছু সহজ করার একমাত্র মাধ্যম। সুতরাং আল্লাহ'র উপর দৃঢ় বিশ্বাস রাখো। এমনভাবে বিশ্বাস রাখো যে- তুমি যদি বৃষ্টির জন্যে দো'য়া করে ঘর থেকে বের হও তবে সঙ্গে করে ছাতা নিয়ে বের হও, যেন পথে তোমাকে বৃষ্টিতে ভিঁজতে না হয়। মনে রাখা ভালো আল্লাহ বিশ্বাসী হৃদয়কে কখনোই হতাশ করেনা।💝💝💝
إعجاب
علق
شارك