ভালোবাসি বললেই যদি সত্যিকারের ভালোবাসা হতো, তাহলে একতরফা ভালোবাসা বলতে কিছু থাকতো না। একতরফা ভালোবাসা যেখানে চাওয়া-পাওয়ার হিসেব নেই। প্রমাণ করার প্রয়োজন নেই। হারিয়ে ফেলার ভয় নেই।
যা আছে শুধুই ভালোবাসা। একটা মানুষ আরেকটা মানুষকে রোজ ভালোবেসে যাচ্ছে অথচ ওই মানুষ টা জানেই না। এভাবেও ভালোবাসা যায়? যায় তো। না গেলে মানুষ- পাহাড়, সমুদ্র, মেঘলা আকাশ এত ভালোবাসতো না।🖤
Beğen
Yorum Yap
Paylaş