S Litu  
1 y ·Translate

ঈমানে মুফাসসাল: আমি ঈমান আনলাম মহান আল্লাহর প্রতি এবং তার ফেরেশতাগণের প্রতি এবং তার কিতাব সমূহের প্রতি এবং তাঁর রাসূলগণের ওপর এবং শেষ বিচারের দিনের ওপর এবং তাকদীরের ভালো মন্দ আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রণ এক কথার প্রতি এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি।
কালী মায়ে রাতে কুফর: হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি আপনার সাথে কোন কিছুকে শরিক করা এবং তার প্রতি বিশ্বাস করা হতে এবং আমার জানা এবং অজানা সকল গুনাহ হতে আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি আর তওবা করছি এবং আপনার প্রতি বিশ্বাস স্থাপন করলাম আর এই কথা স্বীকার করছি যে নিশ্চয়ই একমাত্র মহান আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম মহান আল্লাহ তায়ালার প্রেরিত রাসূল।