Easmin  
1 y ·Translate

১৬ থেকে ২৩ বছর বয়স এতো সহজ না! তুমি বন্ধু হারাবে, তুমি ভুল করবে, তুমি পড়ে যাবে, তুমি ব্যর্থ হবে, তুমি কিছু বুঝতে পারবে না, তুমি বাস্তবতাকে আ'ঘা'ত করবে, তুমি নিজেকে হারাবে কিন্তু অবশেষে তুমি নিজেকে খুঁজে পাবে এবং তুমি শক্তিশালী হবে ইনশাআল্লাহ!

সব কিছু নিয়েই আসলে জীবন সুন্দর! সব কিছুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লাকে ধন্যবাদ!🖤