সেখানে সেই নৌকায় সকল খাদ্য এবং মালামাল সবগুলোই রয়েছে তোমরা চাও তোমাদের ওই নৌকাটি নিয়ে তোমরা তাড়াতাড়ি মদিনার উদ্দেশ্যে রওনা হও এরপর তারা অবাক হয়ে তাকিয়ে দেখল সত্যি সত্যি মালভর্তি নৌকাটি সমুদ্রের তীরে ভেসে রয়েছে এরপর হঠাৎ করেই তারা ওয়াশকুরুনী রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকালে তখন দেখা যায় সেখানে ওয়াশকুরুনী রহমাতুল্লাহ আলাইহির ছিলেন না
お気に入り
コメント
シェア