44 u ·Prevedi

একদা হযরত ঈসা আলাই সালাম সিরিয়া দেশের এক জঙ্গলের পার্শ্ববর্তী প্রান্তরের উপর দিক কোথাও গমন করছিলেন তখন তিনি পথের মধ্যে একটি মৃত মানুষের মাথার খুলি দেখতে পেলেন তিনি আল্লাহর কাছে মোনাজাত করলেন হে মাবুদ তুমি আমাকে এই মাথার খুলি তথ্য জানিয়ে দাও হযরত ঈসা আলাই সালাম এর মোনাজাতের উত্তরে আল্লাহতালা বললেন তুমি ওই খুনি টিকে জিজ্ঞেস করলে সবকিছু জানতে পারবে তখন হযরত ঈসা আলাই সালাম কলি টিকে বললেন এ খলিফা আল্লাহর হুকুমে তুমি আমার প্রশ্নের উত্তর দাও সঙ্গে সঙ্গে খলির ভেতর হতে আওয়াজ বের হলো লা-ইলাহা-ইল্লাল্লাহু এশা রুহুল্লাহনিকট জিজ্ঞেস করলেন বলতো তুমি কি পুরুষ না মহিলা পাপী না পূর্ণবান ধনী না দরিদ্র লম্বা না খাটো আর দাতা না বখিল ছেলে আর তোমার নামটি বা কি ছিলপেশ করো খুলি বলল আমি কয়েক বছর আগে মৃত্যুবরণ করেছে হযরত ইলিয়াস আলাই সালাম সেই জামানার নবী ছিলেনঐতিহ্য এর মাধ্যমে তাদেরকে আমার অধীনস্থ করেছিলাম আমার সৈন্য বাহিনীর বিশালতা ও যুদ্ধের বর্ণনা শুনলে আপনি অবাক হবেন আমি 400 বছর যাবত সার্বভৌম ক্ষমতার অধিকারী ছিলাম

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

লজ্জাপতি গাছের মূল শুকিয়ে গুঁড়ো করে নিয়মিত সেবন করলে রক্ত পরিষ্কার হয় এবং শরীরের ভেতরের বিষাক্ত উপাদান দূর হয়। এটি যকৃত পরিষ্কার করতেও সাহায্য করে। এছাড়া, লজ্জাপতির পাতার রস আমাশয়, পাতলা পায়খানা ও পেটের পীড়ায় খুবই কার্যকর। দিনে দুইবার এক চামচ পাতার রস খেলে উপকার পাওয়া যায়।

প্রথমেই বলা যায়, লজ্জাপতি গাছের মূল, পাতা, বীজ, এমনকি গোড়ার ছালও নানা ধরনের রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। এই গাছের প্রধান গুণগুলোর মধ্যে একটি হলো এর অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল (ব্যাকটেরিয়া নাশক) গুণ। পাতা বেটে ক্ষতের উপর লাগালে এটি ঘা শুকাতে সাহায্য করে এবং ইনফেকশন রোধ করে।