ক্যারিয়ারে কিছু হচ্ছে না৷সময় চলে যাচ্ছে। চোখের সামনে স্বপ্ন ভেঙে যাচ্ছে।বাবা বৃদ্ধ হচ্ছে। বন্ধু হারিয়ে যাচ্ছে,দিনশেষে দুঃখ বলার মতো নিজের একটা মানুষ নেই।একটার পর একটা ভুল সিদ্ধান্ত,ব্যার্থতা পিছু ছাড়ছে না। জীবনকে এতো ভয়ংকর লাগে যে জীবনের দিকে তাকানোই যায় না,ভয় লাগে খুব।
এখন প্রায়ই মনে হয় পৃথিবীর বাড়তি মানুষ বলতে যদি কেউ থাকে তবে ঐ মানুষটা আমি।যার কোন প্রয়োজন নেই পৃথিবীর অথবা পৃথিবীর মানুষের...🥀
Me gusta
Comentario
Compartir
JHuma771
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?