প্রায়ই এমন হয় যে,আমার চোখে ঘুম ঘুম, ঘুমানোর জন্য চোখ বন্ধ করেছি এখনও পুরোপুরি ঘুমাইও নি আশে পাশের শব্দ সবই শুনছি।উঠে কি করবো অন্য চিন্তা করছি।হুট করেই একটা স্বপ্ন দেখে ফেলি। মানে বুঝাতে চাচ্ছি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় স্বপ্ন দেখে ফেলি । মনে হয় যেন বুঝতে পারছি এটা আমার স্বপ্ন আর যখন স্বপ্ন ভাংতে ইচ্ছে হয় তখন উঠেও পরি।মাঝে মাঝে এটা টানা হতেই থাকে।বার বার উঠে পরি আবার স্বপ্ন দেখি। আমার post traumatic street disorder আছে।
JHuma771
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?