কারো দ্বিতীয় প্রেমিক বা প্রেমিকা হতে পারাটা
সৌভাগ্যের বিষয়।
একটা মানুষ প্রথমবার কারো প্রেমে পড়লে নানান ভুল করে। যার ফলশ্রুতিতে নিদারুণ অবহেলার শিকার হয়।
প্রথমবার কাউকে তীব্রভাবে ভালোবাসার পরও যখন ঠকে যায় তখন মানুষটা বুঝতে পারে কাউকে ঠকানোর যন্ত্রণা ঠিক কতটা প্রকট।
নিজের সমস্ত টা দিয়ে ভালোবাসার পরও যখন কারো কাছ থেকে প্রতিনিয়ত অবহেলা পায় তখন সে বুঝতে পারে ভালোবাসার বিপরীতে অবহেলা পাওয়াটা কতটা কষ্টের।
প্রথমবার কাউকে ভালোবাসার মাধ্যমে একটা মানুষ ভালোবাসার নানান ঘাত-প্রতিঘাতের অধ্যায়গুলো রপ্ত করে।
এরপর সেই মানুষটা আর হুটহাট কারো প্রেমে পড়তে চায় না। ভালোবাসার অনলে পুরে পুরে সে এখন নির্লিপ্ত।
কিন্তু তারপরও মানুষটা যদি কারো প্রেমে পড়ে তখন সেই ছেলেটা বা মেয়েটা হয় সবচেয়ে সৌভাগ্যবান।
মানুষটা রপ্ত করা ভালোবাসার অধ্যায়গুলোর প্রতিফলন ঘটায় দ্বিতীয় প্রেমিক বা প্রেমিকার উপর। নিজে আঘাতের পর আঘাত পাওয়া মানুষটা চায় না তার প্রিয় মানুষটা তার কারণে আঘাত পাক।
চায়ের কাপে ডুবানো বিস্কুট যেভাবে মিশে একাকার হয়ে যায় ঠিক সেভাবে মানুষটাও চায় ভালোবাসা দিয়ে একাকার হয়ে যেতে।
তাই পছন্দের মানুষটাকে আজন্ম ভালোবেসে আঁকড়ে ধরে রাখতে চায়। দ্বিতীয়বারের মত আর কাউকে হারাতে চায় না সে।
কারণ ততদিনে মানুষটা বুঝে গিয়েছে 'মানুষ' হারিয়ে ফেলার যন্ত্রণা কতটা তীব্র.!😍
Kader 11
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?
Mass moon Islam
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?