S Litu  
1 y ·Translate

না কখনো না মনে রাখবে সফলতা আর ব্যর্থের চলা পথ কিন্তু এক নয় সফল আর ব্যর্থের চিন্তাভাবনা মানসিকতাও এক নয় যারা তোমার সমালোচনা করে তুমি জেনে রাখো নিশ্চয়ই তুমি তাদের চেয়ে বড় বলেই তারা তোমার সমালোচনা করছে যারা তোমার সফলতা নিয়ে সন্ধিহান তারা ব্যর্থ আর আত্মবিশ্বাসহীন বলে তোমার সফলতা নিয়ে সন্ধিহান যারা তোমার স্বপ্ন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে তারা তাদের স্বপ্ন পূরণে ব্যর্থ তারা তাদের ব্যর্থতাকে ভুলে যাওয়ার জন্য কিংবা অন্যের ব্যর্থতায় নিজেকে কষ্ট কিছুটা হালকা অনুভব করার জন্য তোমার স্বপ্ন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে তোমার কাজ নিয়ে উপহাস করছে কারণ একজন ব্যক্তির সম্পূর্ণ মানুষ কখনো অন্যের সমালোচনা মগ্ন থাকে না সে তার নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকে একজন সফল ব্যক্তি কখনো মানুষের ব্যর্থতার ভয় দেখায় না কারণ সে জানে কিভাবে সফলতা অর্জন করতে হয় মানুষ যদি তোমার লক্ষ্য নিয়ে হাসাহাসি না করে তাহলে তোমার লক্ষ্যে অনেক ছোট