S Litu  
43 ш ·перевести

তখনো কিছু নৈরাস্যবাদী সম্মানিত শিক্ষক বিশ্বাস করতে পারছিলেন না যে আমি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ভর্তির চান্স পেয়েছি একজন আরেকজনকে জিজ্ঞেস করতে লাগলেন সেনাকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ভর্তির চান্স পেয়েছে আমার তো বিশ্বাস হচ্ছে না তাকে তো কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজে চান্স পাওয়ার মতো লাগে না স্কুলে কখনো পড়া বলতে দেখিনি সেদিন আমি আর কষ্ট পায়নি কারণ আমি ততো তিনি বুঝে গেছি ওনাদের চিন্তা ভাবনায় এমন স্বপ্ন আমাদের বেঁচে থাকতে অরূপ অনুপ্রেরণা দেয় আমাদের অনুভূতিগুলোই আমাদের স্বপ্ন দেখায় কিন্তু কাজের মধ্যেই স্বপ্নগুলো বেঁচে থাকে স্বপ্ন আর সাধনা থাকলেই মানুষ অনেক কিছু করতে পারে না

7 часы ·перевести

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

7 часы ·перевести

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

7 часы ·перевести

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।

7 часы ·перевести

লজ্জাপতি গাছের মূল শুকিয়ে গুঁড়ো করে নিয়মিত সেবন করলে রক্ত পরিষ্কার হয় এবং শরীরের ভেতরের বিষাক্ত উপাদান দূর হয়। এটি যকৃত পরিষ্কার করতেও সাহায্য করে। এছাড়া, লজ্জাপতির পাতার রস আমাশয়, পাতলা পায়খানা ও পেটের পীড়ায় খুবই কার্যকর। দিনে দুইবার এক চামচ পাতার রস খেলে উপকার পাওয়া যায়।

7 часы ·перевести

প্রথমেই বলা যায়, লজ্জাপতি গাছের মূল, পাতা, বীজ, এমনকি গোড়ার ছালও নানা ধরনের রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। এই গাছের প্রধান গুণগুলোর মধ্যে একটি হলো এর অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল (ব্যাকটেরিয়া নাশক) গুণ। পাতা বেটে ক্ষতের উপর লাগালে এটি ঘা শুকাতে সাহায্য করে এবং ইনফেকশন রোধ করে।